আয়েশা ঝর্নার কবিতায় ঝলকিত হয়ে ওঠে সুপারন্যাচারাল সব মেটাফর। এইসব রূপকল্প দিয়েই তাঁর কবিতার ভেতরের কল্পজগতটিকে চিনে নেয়া যায়। নিজস্ব কাব্যভাবনায়, ভাষা বুননে, বক্তব্যের স্পর্ধায় তার স্বকীয়তা সুস্পষ্ট। প্রায়শঃ কোনো একটি আখ্যানের পটভূমিতে তাঁর কবিতা বিবৃত হয়। এই আখ্যানের ভেতর থাকে জাদুবাস্তব রূপকল্পের এক বিচিত্র আয়োজন। তাঁর কবিতাগুলো এই জাদুবাস্তবতার কল্পজগতের রঙিন গুহায় আমাদের পৌঁছে দেয়। আত্মিক ও বুদ্ধিবৃত্তিক উপলব্ধি থেকে উৎসারিত দার্শনিক উচ্চারণ!