একাধারে কবি এবং গল্পকার ফারহানা নীলার পঞ্চম গল্পগ্রন্থ। গল্পগ্রন্থটির মোট চৌত্রিশটি গল্পে ছড়িয়ে আছে বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস ও সমাজ সংক্রান্ত সূক্ষাতিসূক্ষ্ম সব পর্যবেক্ষণ যা রূপ নিয়েছে ফিকশনে। গল্পের বিষয় যেমন তার কাছে জরুরি তেমনই তার কাছে জরুরি গল্পের ভাষানির্মাণ। ভাষানির্মাণের ক্ষেত্রে তিনি বেছে নেন খুবই সহজ, সরল ভাষা যা কিনা পাঠকের সাথে এক নিমিষেই সেতুবন্ধ গড়ে তোলে। তার গল্প তাই এক নিঃশ্বাসে পাঠ করা যায়। গল্পের পরতে পরতে তিনি যে প্রহেলিকা তৈরি করেন তা পাঠকের চেতনায় ক্রমাগত খেলতে থাকে। তখন পাঠক আবিষ্কার করেন হয়ত ছোট ছোট আরও অনেক কিছুই বলার ছিল লেখকের যা তিনি সযতনে লুকিয়েছেন! ফারহানা নীলার সমাজ-সচেতন এসব ছোট ছোট পর্যবেক্ষণ, পাঠকের কাছে প্রকাশের নৈবেদ্যর সব অণু-পরমাণু হৃদয়াকাশে জমতে জমতে এভাবে বিশাল এক নক্ষত্রপুঞ্জ জাগিয়ে তোলে। সেটাই ফারহানা নীলার কুহকে ভরা গল্পের জগত যার আদি বা অন্ত কিছুই থাকে না পাঠকের চেতনায় জ্বলতে থাকে হাজার হাজার নক্ষত্র।
ফয়জুল ইসলাম