এ্যাই টয়,ওঠ। সকাল হয়েছে সেই কখন? স্কুলে যাবি ওঠ। আম্মু কথা বলেই যাচ্ছে। আমার কানে ভুতের আঙ্গুল। আম্মুর কোন কথাই শুনতে পাচ্ছি না। কি মজা। আম্মু আবার কথা বলে উঠলো। এখনই ওঠ, নাহলে মাইর খাবি। আমি জানি তুই ভঙ ধরে আছিস। আমার সাথে ভঙ ধরবি না। আম্মুর কোন কথাই আমার কানে যাচ্ছে না। আমি মনে মনে ভুতের সাথে কথা বলা শুরু করলাম। এই তিরিং, আম্মুকে রুম থেকে বের করতে পারবি? তিরিং বলল, না পারবো না। কেন পারবি না? গতকালকেI স্কেল দিয়ে মেরেছিল ভুলে গেছো? আজকেও মারতে পারে। তুই তো ভুত, তোরে মারলে তুই কি ব্যাথা পাস নাকি? ভ্রু কুচকে টয়ের দিকে তাকালো তিরিং, এইটা তুমি কি বললা টয়, ভুত হয়েছি দেখে কি আমি ব্যাথা পাবো না, এইটা কেমন কথা?