প্রায় ২০০ বছরের দাসত্বের পর ব্রিটিশদের কবল থেকে ব্রিটিশ-বিরোধী আন্দোলনের মাধ্যমে মুক্ত হয়েছিল ভারতীয় উপমহাদেশ। ঔপনিবেশিক শাসনের ছোবল থেকে মুক্তি পেতে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে নারীদের ভূমিকা ছিল অগ্রগণ্য। এমনই ১৫০ জন বিপ্লবী নারীশক্তিকে তুলে ধরেছেন লেখক। যারা ব্রিটিশদের অত্যাচার অবিচারের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন, জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, শহীদ হয়েছেন, জেলে অবর্ণনীয় অত্যাচারের শিকার হয়েছেন কখনো যুদ্ধে পরিকল্পনার অংশ হয়েছেন।
“অগ্নিযুগের অগ্নিকন্যা” বইটিতে বিপ্লবী অগ্নিকন্যাদের মধ্যে রয়েছেন অমিয়া দত্ত, ইলা মিত্র, অরুণা আসফ আলী, কুমুদিনী হাজং, চারুবালা হাজরা, কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, রাশমনি হাজং, মনোরমা বসু, বীণা দাস, লীলা নাগ, সুফিয়া কামালসহ আরো ১৫০ জন অগ্নিকন্যা।