যৌবনের উত্তাল তরঙ্গে
আসিলো বসন্তকাল,
কৃষ্ণচূড়ার রক্তে রঞ্জিত
ধরণী হয়েছে লালে লাল
প্রকৃতি সেজে উঠেছে নেচে
বসন্তের আগমনে,
তরুবীথির বুকে পুষ্পকলি
ফুটিছে ঐ বনে বনে। গোধূলি পেরিয়ে বসন্ত সমীরে
প্রকৃতি হয়েছে শান্ত, যৌবনের ঢেউ দোলা দেয় মনে
আহা আজি এ বসন্ত। ফেলে আসা অতীতের স্মৃতি
দাও হে মুছে ফেলে,
সকল ক্লান্তি দুঃখ গ্লানি ভুলে
তুমি এসো হে বসন্তএসো পেখম মেলে,