ছোটবেলায় বাবা-মায়ের হাত ধরে গ্রীনকার্ড নিয়ে আমেরিকায় পাড়ি জমিয়েছিল কেয়া। স্বপ্নটা দেখিয়েছিল মা। বাংলাদেশে পেশা বাদ দিয়ে আমেরিকায় নিজের শিক্ষার সংগে সামঞ্জস্যহীন একটি ছোট্ট কাজ জুটিয়ে নিয়ে কেয়ার বাবা অবশ্য কখনই নিজেকে হতাশামুক্ত করতে পারেনি। কেয়ার জীবনের দ্বন্দের শুরুটা সেখান থেকেই।