মানুষ এত রং বদলায়! আকাশেও সব রং হারায়। মানুষ সে তাে একফোঁটা জল। কখনাে শিশির কখনাে প্রলয়ঙ্কারী ঝড়, কখনাে শরতের নির্মল আকাশ। কখনাে অমাবস্যার নিকষ কালাে রাত। বিচিত্র রূপে খেলা করে হৃদ বাহারী মানুষ সে তাে নিষ্ঠুরতম রক্ত পিপাসিনী। যুগে যুগে মানুষ হল শ্রেষ্ঠত্বের দাবিদার, কুর্ণিশ করি আমি হয়ে তােমাদের অংশীদার। আমি ভুলে যাই- আমিও মানুষ । স্বভাবগত কারণে মাঝে মাঝে উড়াই ফানুস…