প্রবাসী কবি আব্দুল মতিন জাকির-এর লেখা ‘শেষ বিকেলের খেয়া’ একটি অনন্য অসাধারণ সৃষ্টি। কবি নিজের মন-মনন-মাধুরী দিয়ে নিজ কল্পনাশক্তিকে শব্দের কারুকার্যে সাজিয়েছেন নিপুন দক্ষতায়। ধর্ম ও নৈতিকতা’, ‘প্রেম-প্রণয় এবং ‘মুক্তচিন্তা’-এ তিনটি পর্বে সাজানাে লেখাগুলাে পড়ে সর্বশ্রেণির পাঠক আত্মতৃপ্তি পাবেন বলে আমাদের বিশ্বাস।