যাপিত দিনের গান

৳ 170.00

লেখক সানজিদা সিদ্দিকী কথা
প্রকাশক সিয়ান পাবলিকেশন
আইএসবিএন
(ISBN)
9789848046456
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ১১২
সংস্কার 1st published, 2022
দেশ বাংলাদেশ

আমি একবার উড়ে যাওয়া চড়ুইয়ের বুক ছিঁড়ে দেখেছিলাম, দেখলাম সেখানে অরুর চোখের দুই ফোঁটা জল, এক মেঘমায়া। আমি বজ্রপাতের মতো চিৎকার করে বলেছিলাম, ছটফটে চড়ুই আমি তোমার মতো, তুমি ঠিক আমার মতো। আমি কি তাহলে ভুল ছিলাম, সে কথা নাহয় একটু বিশ্রাম নিক। কিছু সময় পরে বলি।

দেবদারু গাছের ডালে নতুন কচি পাতা এসেছে, সেইসব পাতারা ধীরে ধীরে হরিৎ বরণ নিয়ে দুরুদুরু বুকে ইতিউতি চায়। লিলুয়া বাতাসে উত্তর থেকে দক্ষিণে ঝুঁকে, পূর্ব থেকে পশ্চিমে ঝুঁকে পড়ে, এরপর আবার নতুন হাঁটতে শেখা বাচ্চাদের মতো বহু কষ্টে নিজেকে সামলে নিয়ে দাঁড়ায়। আমি ওদের এক ভোরে হঠাৎ করেই বাতাসের গায়ে ভর দিয়ে ছুঁয়ে দিয়েছিলাম, বলেছিলাম—দেখো হে নতুন পাতার দল, আমি ঠিক তোমাদের মতো, দেখো দেখো। আমারও বুকের ভেতরও অমন কচি সবুজ রং আছে তো। আমি কি তবে ভুল ছিলাম? কিছু সময় পরে বলি।

আমি সানজিদা সিদ্দিকী কথা। পড়ালেখা করেছি ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং-এ। বতর্মানে একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াই। পাশাপাশি আছি আরও দুটি প্রতিষ্ঠানের ফুলটাইম কন্টেন্ট রাইটার হিসেবে। মাঝেমধ্যে দু-চারটি পেইন্টিং করি, আবার কখনাে গ্রাফিক্স। লেখালেখি করি যখন ক্লাস ফোরে পড়ি তখন থেকে। আনাড়ি ধরনের লেখা। বেশ কয়েকটি গল্প সংকলনে আমার কিছু লেখা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তেমন কিছু ভালাে লিখি—ব্যাপারটা এমন না। কিন্তু এটুকু বলতে পারি, যখন লিখি প্রবল আনন্দ নিয়ে লিখি। লিখতে লিখতে সম্মােহিত হয়ে যাই। আশা করি আমার লেখাগুলাে আপনাদের অসম্ভব ভালাে না লাগলেও মন্দ লাগবে না। দুআতে রাখবেন। পাশে রাখবেন। একদিন হয়তাে সত্যিকারের লেখক হবাে। সত্যিকারের মানুষ হবাে। ইনশাআল্লাহ।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ