তরুণ কবি অর্পিতা ঐশ্বর্য সহজ সরল উপস্থাপনে অপূর্ব রচনার সমন্বয়ে কাব্যপ্রেমী পাঠকের জন্য নিয়ে এলেন ‘কবিতার রঙধনু’ কাব্যগ্রন্থ। বর্তমান কাব্যগ্রন্থের সব কবিতাই অসাধারণ। সুপ্রিয় পাঠকের নিকট এটুকু বলতে চাই যে, বর্তমান গ্রন্থের পাণ্ডুলিপি প্রণয়নকালে কবির সৃষ্ট কাব্যপটে বিচরণ করেছি মুগ্ধতার সাথে।