সুপ্রিয় বোন! তোমার ব্যাপারে সবচাইতে উত্তম যা বলা হয় সেটা হলো তুমি সমাজের অর্ধেক। আর অর্ধেক তুমি জন্ম দাও,তাই বলা হয় তুমি-ই পুরো সমাজ। প্রত্যেক সফল পুরুষের পেছনে থাকে একজন নারী। আমরা যদি উম্মাহর মহান সে বীরদেরকে দেখি তাহলে তাদের সফলতার পেছনে দেখবো তাদের মা নতুবা তাদের স্ত্রীর সাপোর্ট। উম্মাহর সেই মহীয়সী নারীরা তাদের সব দিক দিয়ে সাহায্য করেছেন। আমাদের পূর্বসূরী মায়েরা নিজের স্বামী সন্তানদেরকে আল্লাহর পথে চলার জন্য উদ্বুদ্ধ করতেন।
অথচ আজকে তোমরা পাশ্চাত্য সমাজের দাসত্ব বরণ করে নিয়েছে। ইসলামের বিরুদ্ধে কুফফার বিশ্বের শক্তিশালী মারণাস্ত্র হল নারীবাদ। নারীমুক্তির নামে পাশ্চাত্য সমাজ আজ পশু সমাজে পরিণত হয়েছে।
অবাধ যৌনতার সয়লাপ পাশ্চাত্য সমাজ। পশ্চিমাদের ভয়াল থাবা থেকে মুক্তি পেতে হলে ফিরে আসতে হবে ইসলামের বিশ্বজয়ী জীবনাদর্শের দিকে।