আর আমরা এক আজব সমাজে বাস করি।আর আমাদের সমাজে ফুল ফুটে ফুটপাতে,বারান্দায়, ছাদে,ড্রয়িং রুমে।মাঝে মাঝে ফুলগুলো কথা বলে।আমরা কথা বলা ফুলের পাশে ভিড় ধরি।এরপর ফুলগুলো লাশ হয়। কখনও লাশগুলো কথা বলে।এসব দৃশ্য কেউ কেউ ভিডিয়ো করে। আর ফুটেজগুলো আপলোড করে দ্যায় মাল্টিন্যাশনাল কোম্পানির বিজনেস পেজে।