ফ্ল্যাপ থেকে :
এই বইয়ের ভূতগুলো খুব মজার। তাদের কেউ ভীতু, কেউ আবার খুব কনফিউজ্ড। কেউ বিষণ্ন। আর একজন আছে ছিঁচকাঁদুনে। আমাদের শিশুদের মনোজগতে এই মজার ভূতগুলোকে বন্দি করার প্রয়াসে এই বই।
ব্যাক প্রচ্ছদ থেকে :
মোবারক হোসেন বিস্ময়ের সাথে টেস্টটিউবটি হাতে নিলেন। তাঁর মনে হলো লবণের রংটা বদলে গিয়ে হালকা নীল বর্ণ ধারণ করল।
তিনি টেস্টটিউবটা আলোর কাছে ধরলেন। কী আশ্চর্য! লবণটা হঠাৎ করে যেন গায়েব হয়ে গেল।
তিনি কাঁপা কাঁপা হাতে লবণটা আলোর কাছ থেকে সরিয়ে আনলেন। ভোজবাজির মতো লবণটা ধীরে ধীরে আবার দেখা দিতে শুরু করল।
মোবারক হোসেন আবার এটা আলোর কাছে ধরলেন। আবার লবণটা অদৃশ্য হয়ে গেল।
তিনি বুঝতে পারলেন যে তাঁর কপাল ও নাক ঘামতে শুরু করেছে। সারা জীবনেও শোনেননি এমন কোনো বস্তুর কথা, যা আলোর কাছে নিলে অদৃশ্য হয়ে যায়। আর আলোর থেকে দূরে সরালে আবার দেখা দেয়।
মোবারক হোসেন ধপ করে ল্যাবের একটা টুলে বসে পড়লেন। জিনিসটা কী? কোনো ছাত্রের বিটলামি না তো? তিনি ভাবতে লাগলেন।
অবশেষে কৌতূহলেরই জয় হলো। তিনি লবণটা শনাক্তকরণের সিদ্ধান্ত নিলেন।