বিশ্বসমাজের পুরোটা অংশে আজও মানবতার পলেস্তারা লাগানো যায়নি।
অতি প্রযুক্তির দিকে না ঝুঁকলেই মনে হয় ভালো হতো। এই প্রযুক্তিনির্ভর উন্নত দেশের নেতারা এখন সেটাই করছে যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে অতি জ্ঞানী নেতারা করেছিলেন। ‘বর্তমান’ এমন একটি অস্থি যার অস্থিমজ্জা হলো ‘অতীত’। আর হেমাটোপয়েসিস প্রক্রিয়ার মাধ্যমে যে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় তা-ই হলো ‘ভবিষ্যৎ’।
বিশ্বরাজনীতির বর্তমান অবস্থা দেখেই বলা যায় অতীত কেমন ছিল। মোহ আর ক্ষমতার নির্লজ্জ আধিপত্যের প্রভাবে বিশ্বভূখ-ে ভবিষ্যতে কী পরিমাণ রক্ত ঝরবে তা সহজেই বোঝা যায়। একজন সাহিত্যিক হিসেবে আমি বিশ্বব্যাপী মানবতার কল্যাণ কামনা করি।
দ্বন্দ্ব, সংঘাত ও যুদ্ধ আর নয়।
শান্তি চাই।