এমিলি ডিকিসন এমন একজন কবি যার জীবন থেকে কবিতাকে আলাদা করা মুশকিল। বিশুদ্ধ জাত কবির মতোই কবিতা নিয়েই জীবন যাপন করেছেন তিনি। খ্যাতি, প্রকাশনা ইত্যাদির চেয়ে নির্জনতা, একাত্ম মগ্নতা বেছে নিয়েছিলেন তিনি। কবিতা চর্চাতেই জীবনের সকল কিছুকে নিবেদন করেছেন তিনি। প্রকৃতি ঘণিষ্ট এই কবির কবিতা বুঝতে গেলে সব সময় তাই কবিতার লাইনে মানে খুঁজলে সুবিধা হয় না। কারণ আপাত সরল কবিতার মধ্যেও তিনি ধাঁধা সৃষ্টি করে রাখেন। শব্দ নির্বাচনে, বিষয় নির্বাচনে অতি সচেতন এই কবির কবিতার অন্দরমহলটিও তার জীবনের মতোই রহস্যময়, একাত্ম, নিমগ্ন।