প্রবচন নির্বাসনে

৳ 200.00

লেখক তারেক রেজা
প্রকাশক অনার্য
আইএসবিএন
(ISBN)
9789844250093
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৮০
সংস্কার 1st Published, 2022
দেশ বাংলাদেশ

প্রবচনকে বলা হয় জ্ঞানের আকর। কিন্তু সময় ও যুগের অনিত্যতায় অনেককিছু বদলে গেছে। উল্টে গেছে। ফলে প্রবাদ-প্রবচনও আর পুরোনো অর্থে নেই। আগের অর্থে সেসবের মানে ঠিকঠাক ধরাও পড়ে না। উল্টো করে দেখলে, ভাবলে এর অনেক কিছু হয়ত সহজে বোঝা যায়- কিন্তু সেটা দেখা ও দেখানো, বোঝা ও বোঝানো- কোনোভাবেই সহজ বিষয় নয়।
প্রবচন নির্বাসনে কাব্যে মানে ও মেজাজে পাঠকের জন্য অনেক কিছু অপেড়্গা করছে। এমন উল্টেরথে চড়া কবিতা যা প্রতি পদে ছুঁয়ে যাবে জীবন, আবার আদায় করে নেবে কবিতার ষোলআনা বোধ- সেদিক থেকে এ এক দুর্লভ প্রাপ্তি। কবিতাগুলোতে তাসবাঁটার মতো করে বদলে গেছে শব্দের মানে। কখনো কখনো এক একটি কবিতা তৈরি করেছে বিচিত্র প্রহেলিকা- আপাত সহজের ছদ্মবেশে ধারণ করেছে গূঢ় গহীন জটিলতা।
এই কাব্যগ্রন্থে একের পর এক কবিতা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র থেকে বিশ্বের ঘনিষ্ঠ অনুভব এনে পাঠককে বারবার ভিন্নপাঠের দিকে নিয়ে গেছে। প্রতিটি কবিতার তলে অবতলে তৈরি হয়েছে আরো আরো কবিতা।
বাংলা কবিতায় আরেকটি বাগভঙ্গির সৃষ্টিশীল উদ্ভাস ঘটল তারেক রেজার প্রবচন নির্বাসনের ভেতর দিয়ে।

"তারেক রেজা। জন্ম ৯ নভেম্বর ১৯৭৮, মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলাধীন গঙ্গারামপুর গ্রামে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ২০০০ সালে স্নাতক এবং ২০০১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ২০০৮ সালে ‘সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার শিল্প-প্রকরণ’ বিষয়ে গবেষণা করে এম ফিল এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ সালে ‘চল্লিশের দশকের চারজন কবির কবিতা : বিষয় ও প্রকরণ [আহসান হাবীব, ফররুখ আহমদ, আবুল হোসেন, সৈয়দ আলী আহসান]’ বিষয়ে পিএইচ ডি ডিগ্রি লাভ করেন। প্রবন্ধ ও কবিতা লেখার পাশাপাশি কিছু ছোটগল্প ও নাটক লিখেছেন তিনি। মঞ্চস্থ চারটি নাটক- আজকের সমাজ, এবং তারপর, নদী ও নারীর কথা, অনন্ত তৃষ্ণা। প্রকাশিত কাব্যগ্রন্থ : পিপাসার অপর চোখ (২০০১), পুথির একাল (২০১১), জল-অন্তঃপ্রাণ (২০১৩), চতুর্দোলা (২০১৫), ছিন্নপদ্য (২০১৬), দেয়াল ভেঙে দেখি (২০১৮); প্রবন্থগ্রন্থ : কবিতা : কালের কণ্ঠস্বর (২০০৯), সুভাষ মুখোপাধ্যায় : কবিমানস ও শিল্পরীতি (২০১০), রবীন্দ্রনাথ ও কজন আধুনিক কবি (২০১২), রবীন্দ্রনাথ বুদ্ধদেব এবং অন্যান্য প্রসঙ্গ (২০১২), কবিতার মন-মর্জি (২০১২), আবুল হোসেন : কবি ও কবিতা (২০১৫), আহসান হাবীব : কবি ও কবিতা (২০১৭); রূপান্তরিত গ্রন্থ : কাঠের মানুষ পিনোকিও (২০০৯, ফাদার মারিনো রিগন সহযোগে), ছন্দে ছন্দে পিনোকিও (২০১১)। সম্পাদিত গ্রন্থ : শ্রেষ্ঠ কবিতা : সমর সেন (২০১২), শ্রেষ্ঠ গল্প : রবীন্দ্রনাথ ঠাকুর (২০১৪)। ড. তারেক রেজা বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করছেন।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ