“পাগলী তোমার সঙ্গে ভ্যাবাচ্যাকা জীবন কাটাব” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
একজন যুবকের গল্প। এক যুবতীর কথা। দু’জন মানুষের আজন্ম অপেক্ষার গল্প । পরস্পর অপরিচিত দু’জনেরই ধারণা, কেউ একজন আসবে। এসে নিস্তরঙ্গ জীবনে হুলস্থুল ধরণের ঢেউ তুলে দিবে। খারাপ লাগার প্রতিটা মুহূর্ত হবে আনন্দময়। ইচ্ছেগুলাে পূরণ হয়। আকস্মিকভাবে । দু’জনের জীবন কাটে কাদামাটির মত, ভ্যাবাচ্যাকার মত। একজন আনন্দে থালাবাটি ছুড়লে আরেকজন ছােড়ে কাঁচের বাসন। প্রেমের পরিণতি আছে। ট্র্যাজেডি আছে। ঈশ্বরের বঞ্চণা আছে।