সবার জীবনে ঘটে না, কারও কারও জীবনঝরনায় নেমে আসে কবিতা ও গানের অমৃতচরণ। সে রকম চরণের অভিপ্রায়ে ওর কলমও সজাগ থাকুক। যশ-খ্যাতি-বিজ্ঞাপন-সামাজিকতার রমরমা হাততালিতে সে যেন ঝলসে না যায়। পাখির চোখের মতো বহুদূরে সে তাকাক। একটা পাখির চোখেই থাকে তার ডানার শক্তি। কবিতার অমৃতযাত্রায় সে যেন থেমে না যায়। প্রেমে-প্রাণে-গানে ওর কবিতা বাংলা কবিতায় চিহ্ন রাখুক। কবিতার সেই চিহ্নই মগড়াতীরের নাসিফ কবীর নভ।