উপন্যাসের মানবিক, একতা ও রোমান্টিক দৃশ্যপট যেন পাঠক—হৃদয়কে নাড়া দেয়। এই উপন্যাসে সব হারিয়ে নতুনভাবে জীবন শুরু করার জীবন যাত্রাকে পরিপূর্ণরূপ দেওয়ার চিত্রপট অঙ্কিত হয়েছে। উপন্যাসের বিভিন্ন চরিত্র চয়নে লেখক প্রশংসার দাবি রাখে। সৃষ্ট চরিত্রের অবস্থান ও সংলাপ উপস্থাপনে লেখক যেমন নতুনত্ব এনেছেন তেমনি ‘নীলাচর’ উপন্যাসে পাঠক পাবেন চমকপ্রদ কিছু রহস্যের ছোঁয়া।