একটা জীবন লীজ দেয়া আছে মৃত্যুর নামে…
হে অগ্রন্থিত অন্ধকার ! নত হও;
বিনীত হও সন্ধ্যাস্নানে বিদূর মেঘের মতো
পৃথিবীর বায়ুপথ ধরে সেতু গড়ে আছে দীর্ঘশ্বাস—
হে বায়বীয় নীরবতা! শান্ত হও;
আমাকে যেতে হবে দূর,
হৃদপোড়া গন্ধের ভাঙামাটির গড় পেরিয়ে—
আমাদের যেতে হবে আরও বহুদূর…