সুনির্দিষ্টভাবে তারিখ জানা না গেলেও এটি জানা সম্ভব হয়েছে যে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 1921 সালের ডিসেম্বর মাসের শেষের দিকেকোন এক রাত্রিতে মাত্র 23 বছর বয়সে 3/4সি তালতলা লেন, কোলকাতায় তাঁর বিখ্যাত কবিতা বিদ্রোহী রচনা করেছিলেন । কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1922 সালের 6 জানুয়ারী বিজলী পত্রিকায় । এরপর কবিতাটি মাসিক প্রবাসী (মাঘ 1328), মাসিক সাধনা’ (বৈশাখ 1329) ও ধূমকেতুতে (22 আগষ্ট 1922) ছাপা হয় । এই কবিতাটিই তাঁর বিদ্রোহী কবি খেতাব অর্জনে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখে । রচনাকাল আমলে নিলে 2021 সালের ডিসেম্বর মাস কবিতাটির শতবর্ষ পূতি ।