“কবিতা আসলে হাতুড়ি বাটালে নির্মিত কোনো কাঠশিল্প নয়। কবিতা ভাব-ভাবনা-ভাষা-উপমা-উৎপ্রেক্ষা-রূপক-চিত্রকল্প ইত্যাদির সমন্বয়ে ‘চুলখোলা’ ‘বনলতা সেন’ নামের অপূর্ব মেলবন্ধন। কবির ‘কাব্যলক্ষ্মী’ ‘বনলতা সেন’-এর অবয়ব ধরে শ্রাবস্তীর কারুকার্যময়তায় ‘রাখালিয়া বাঁশি’ হাতে ভাটিয়ালী সুর কন্ঠে ধারণকারী প্রেমিক কবিকে উৎসাহিত করে। কবিতা বাসরের ধারাবাহিক রাগ-অনুরাগ-প্রেম-ভালোবাসা-মান-অভিমান- দ্রোহ-সমাজ পরিবর্তনের সংগ্রাম-সত্যানুসন্ধান ইত্যাদি সকল অনুষঙ্গ নিয়েই কবি তরুণ শিকদার আমাদের আলোকোজ্জ্বল জীবনের স্বপ্ন দেখাচ্ছেন কাব্য সংগ্রামের অবিরাম দ্রুতিতে।”