মা তার ছোট ছেলে অমিকে ঘুম পাড়াচ্ছেন। গুন গুন করে গান করছেন।আয়রে ঘুম আয় আমার জাদুর চোখে নেমে আয় ঘুম আয়। না মা গান নয়। আজ তুমি আমাকে একটি মজার গল্প বলে শোনাও মা। কী গল্প বলবো আমিতো গল্প জানিনা।তুমি আমাকে রাজা রানীর গল্প শোনাও তা নইলে আমি ঘুমাবো না।ঠিক আছে দেখি পারি কি না।