মো. নজরুল ইসলাম আখন্দ লিখিত স্মৃতি : দেশে-বিদেশে গ্রন্থটি পড়তে পড়তে যে কোনো পাঠকই মুগ্ধ বিস্ময়ে আবিষ্কার করবেন লেখকের অস্ট্রেলিয়ার ভ্রমণস্মৃতি এবং তাঁর সোনালি দিনের কথকতা। তিনি এখানে তাঁর ভ্রমণস্মৃতি এবং আত্মস্মৃতির আনুপূর্বিক ধারা-বিশ্লেষণ করেছেন দক্ষতার সঙ্গেই।
পাঠক লক্ষ করবেন, এই ভ্রমণস্মৃতি-আত্মস্মৃতির পরতে পরতে ভাস্বর হয়ে আছে তাঁর অসাধারণ সব পর্যবেক্ষণ- মানবিক প্রবৃত্তি, উদ্যোগ ও সৃজনধর্মীতা; আবার তার পাশাপাশি অস্ট্রেলিয়া ও বাংলাদেশ ভূখণ্ডের সামাজিক প্রেক্ষিত পটভূমি। সবচেয়ে কৌতূহলোদ্দীপ্তক ঘটনা হলো- আপাতজটিল এই বিষয়গুলোর অনুসন্ধান তিনি করেছেন আমাদের দৈনন্দিন জীবন-অভিজ্ঞতা থেকে আহৃত অতিপরিচিত উপমা সহযোগে। এর ফলে পাঠক কখনই ভারাক্রান্ত অনুভব করবেন না। পক্ষান্তরে এক ধরনের রম্য পাঠ-অনুভবে ক্রমশই অধিকতর আকৃষ্ট হয়ে উঠবে পাঠকমন।