”অন্তত কিছুক্ষণ বিষণ্ণ থাকুন” বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা:
কবিতা আমার কাছে অতীত, বর্তমান আর ভবিষ্যতকে একসাথে মিলিয়ে দেয়া বিষুবরেখা অথবা চায়ের কাপ। হাতে নিয়ে চেয়ারে পা তুলে বসে আয়েশ করার মতাে প্রিয় অভ্যাস। নিজে যেভাবে চারপাশটাকে দেখি, অনুভব করি সেইসব সযত্নে ছোঁয়াচে করার চেষ্টা করেছি মাত্র। কতটুকু পেরেছি পাঠকেরাই ভালাে বলতে পারবেন। -স্বপ্নীল চক্রবর্তী।