দশকের পর দশক ইসরাইলের নিরাপত্তা শাখা, মোসাদ, স্বীকৃত হয়ে এসেছে বিশ্বসেরা গোয়েন্দা সংস্থা হিসেবে। মোসাদ বইয়ে লেখক মাইকেল বার-যোহার ও নিসিম বিশাল নিয়ে যাবেন যবনিকার অন্তরালে ঘটে যাওয়া মোসাদের অনেক শ্বাসরুদ্ধকর বিপজ্জনক মিশরের গল্প চাক্ষুস করতে, ষাট বছরের ইতিহাসে ইসরাইলকে যেসবের মোকাবিলা করতে হয়েছে।