“নীরবতা আমার নতুন লজ্জা” বইয়ের ফ্যাপের লেখা:
এই সংকলনের লেখাগুলাে ঠিক গল্প বা প্রবন্ধ নয়, বরং বাস্তব জীবনের টুকরাে গল্প ইংরেজিতে যাকে বলে ‘এনেকডােটস’। বাংলায় বলা যেতে পারে ‘স্মৃতিগদ্য’। এগুলােতে লেখক সততা এবং নিষ্ঠার সাথে নিজের জীবন এবং অভিজ্ঞতার আলােকে নানান সামাজিক সমস্যার কথা তুলে ধরেছেন। যে বিষয়গুলাে নিয়ে কথা বলাকে আমাদের সমাজে লজ্জাকর মনে করা হয়, সেগুলাে নিয়ে নীরব থাকাকেই লজ্জাকর বলে মনে করেন লেখক। এই লজ্জার অনুভূতি তাকে সরব হতে বাধ্য করে, প্রতিবাদী করে। সেই হিসেবে ‘নীরবতা আমার নতুন লজ্জা’ সামাজিক অসঙ্গতি এবং অসমতার বিরুদ্ধে লেখকের একটি নির্লজ্জ চিৎকার।