একজন কবি পৃথিবীর এক অনন্য বাসিন্দা। পৃথিবী উপচে পড়া মানুষের একান্ত গোপন গহ্বরে তিনি তার সরঞ্জাম খুঁজে ফেরেন। বিস্তৃত ও রহস্যময়ী প্রকৃতি তার অবিনাশী মনে নিরন্তর কাব্য লেখার প্রেরণার উৎস হয়ে থাকে। কবির মগজ নিতান্তই এক রাসায়নিক গবেষণাগার। মানুষ ও প্রকৃতি নিয়ে যে পৃথিবী সেখানে কবি তার পায়ের ছাপ রেখে যেতে চান। আর তাই পৃথিবীকে উলটে পালটে দেখতে হয়।