মুখবন্ধ
আজ পর্যন্ত বাংলাদেশের কথাসাহিত্য কী রকম বা কোন ধারায় এগিয়েছে তার একটা চটজলদি বীক্ষণ অনুসন্ধানের প্রয়াস এখানে আছে। তবে সেটি স্বয়ংসম্পূর্ণতার দাবি নয় – কারণ, যে কোনো লেখককে পূর্ণ ইতিহাসে প্রতিষ্ঠার জন্য নির্ধারিত কাল-দূরত্ব অনুসরণ করা প্রয়োজন। আমাদের কথাসাহিত্যের বয়স এখন সত্তর বছর। সেখানে একাত্তর-পূর্ব লেখকবৃন্দ সম্পর্কে পূর্ণ ও প্রাতিষ্ঠানিক কথাবার্তা যা বলা হয়, তারই অনুসৃতি পরবর্তী লেখকের ধারায় প্রতিষ্ঠিত সত্য, অনুমান করি। আর সে ধারাটির অনুসৃতি কতোদূর প্রামাণ্য এবং তা কতোটা উত্তরসূরির নিরিখে পরিমাপ্য সেটি নির্ণয়ই এ কাজের চ্যালেঞ্জ। স্বাধীন বাংলাদেশে সত্তর-আশি-নব্বই-শূন্য কেমনরকম বয়ে যায় তার একটা বিবরণীও এখন বোঝা দরকার। এ লক্ষ্যেই এ গ্রন্থটির সম্ভাবিত মুকুর। এমন গ্রন্থের পেছনে প্রকাশকের ধৃষ্টতা আছে। বইটি প্রকাশে বিলু কবীর ভাইয়ের আস্থা ও অনুপ্রেরণা আমার জন্য সহায়স্বরূপ।
শহীদ ইকবাল
১৪২৪ বঙ্গাব্দ