মধুবিলাসী সন্ধ্যার আকাশে হঠাৎ ঘন হয়ে আসা একমুঠো কালো মেঘের মতো। অনায়াসে বৃষ্টি হয়ে কোথাও গিয়ে ঝরে পরে। মননের গভীরে ভালো লাগার এক কাল্পনিক রূপ। যে কল্পনার মোহ অথবা মায়ায় বাঁধা পরে থাকে প্রেমিকের হৃদয়। মধুবিলাসী আসে ফাগুনের ঝড় হয়ে। হঠাৎ এলোমেলো করে দিয়ে যায় শিমুল বন। শীত ও উষ্ণতার সন্ধিক্ষণে ঝিরিঝিরি বাতাস হয়ে দোলা দেয় মনে। তারপর আবার হারিয়ে গিয়ে হয়তো আছড়ে পরে দূর পাহাড়ের গায়ে। প্রেমিক নিয়ত অপেক্ষা করে তার। অষ্টপ্রহর পরেও আর কখনোই ফিরে আসে না সে। কবি কল্পনায় স্মৃতির পথে রেখা রেখে হাঁটতে থাকে চিত্তের গতিপথে। মস্তিষ্কের সুতো ধরে টান দেয় প্রেমিকের অথবা অন্য কারো।
মাহবুব আলম
১লা ফাল্গুন, ১৪২৭ বাংলা
১৪ ফেব্রুয়ারি , ২০২২ খ্রিস্টাব্দ