প্রাত্যহিক জীবনসম্পৃক্ত নিগুঢ়তম জীবনবোধের নির্যাসকে রূঢ়তা থেকে বাস্তবে আর স্বপ্নের সেতুবন্ধনের সৌন্দর্যের সুন্দরতম প্রকাশের এক অনন্য মাধ্যম কবিতা। যেখানে জীবন পার্বণের নানা রূপ উঠে আসে কবিতায়, সেখানে কবিতাও হতে পারে একজন অন্তর্মুখী পাঠকের বিশ্বস্ত এক অন্তরঙ্গ সঙ্গী। শিশির ভেজা রোদের অনুভব আলো ছায়ায় যে ক্ষণিক মায়া, তা এক দীর্ঘ সময় জুড়ে জড়িয়ে থাকে অনুভূতিতে। সেই অনুভূতির প্রতীকে কবি ধারন করেছে কাব্যগ্রন্থ, “শিশির ভেজা রোদ “।কবিতাগুলো পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে।