বাংলা গানের ইতিহাস

৳ 450.00

লেখক গোলাম মুরশিদ
প্রকাশক প্রথমা প্রকাশন
ভাষা বাংলা
সংস্কার 1st Published, 2022
দেশ বাংলাদেশ

গান শুনতে সবারই কমবেশি ভালো লাগে। কিন্তু প্রথম বাংলা গান রচিত হলো কখন? কে রচনা করেছিলেন সেই গান? তাতে সুরই-বা দিয়েছিলেন কে? ইউরোপে সবচেয়ে পুরোনো যে বাঁশি পাওয়া গেছে, তার বয়স বিয়াল্লিশ হাজার বছর। আমাদের বাংলা গানের বয়স কত? উত্তরটা আমাদের জানা নেই। এ বইয়ে সে উত্তর খোঁজা হয়েছে। ভাষা না-হলে গান হবে কী করে? কাজেই বলা যেতে পারে, বাংলা ভাষার জন্মের পর বাংলা গানের সৃষ্টি। আমাদের ভাষার বয়স এখনো হাজার বছর হয়নি। কিন্তু বয়স যা-ই হোক, এ ভাষায় বিচিত্র ধরনের গান লেখা হয়েছে! এ বইয়ে চর্যাপদ থেকে আধুনিক কাল পর্যন্ত বাংলা গানের জন্ম এবং বিবর্তনের কথা বলা হয়েছে। কীভাবে তার অঙ্কুরোদ্গম ও বিকাশ ঘটল, কোন সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে তা বিভিন্ন শাখায় বিভক্ত হলো —এ বই থেকে আমরা তা জানতে পারব। বাংলা গান এবং তার ইতিহাস সম্পর্কে এ যাবৎ অনেক বই লেখা হয়েছে। এ বই তা থেকে আলাদা। লেখক এ বই লিখেছেন একেবারে স্বতন্ত্র দৃষ্টিভঙ্গিতে।

বাংলাদেশের গবেষণামূলক বই লেখকদের ক্ষেত্রে অন্যতম নাম ‘গোলাম মুরশিদ’। ভাষা ও সাহিত্য নিয়ে তাঁর জানাশোনার পরিসর অত্যন্ত বিস্তৃত এবং এক্ষেত্রে তাঁর অভিজ্ঞতাও উল্লেখযোগ্য। বছরের পর বছর ধরে তিনি ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণা গ্রন্থ রচনা করে গেছেন, তাঁর ‘হাজার বছরের বাঙালি সংস্কৃতি’ বইটিতে বাঙালি সংস্কৃতি বলতে আমরা যা বুঝে থাকি এবং যা আমাদের জানার গণ্ডির বাইরে, তার সবটাকেই এক মলাটে বাঁধাই করতে পেরেছেন তিনি। ১৯৪০ সালে বরিশালে জন্ম নেন এই গবেষক ও লেখক। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কর্মজীবনে বেশ বৈচিত্র্য দেখা যায়; গবেষণার ছাড়াও বেতার সাংবাদিকতা ও শিক্ষকতার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। ১৯৮৪ সাল থেকে লন্ডনে বসবাস করছেন। গবেষণার মাধ্যমে অতীতকে আবিষ্কারের নেশা তাঁর প্রবল। গোলাম মুরশিদ এর বই সমগ্র পড়লে বাংলা সাহিত্যের কিছু লেখকের সমৃদ্ধ জীবনকাহিনীও জানতে পারা যায়। কাজী নজরুল ইসলামকে নিয়ে লেখা তাঁর ‘বিদ্রোহী রণক্লান্ত’ কিংবা মাইকেল মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে লেখা ‘আশার ছলনে ভুলি’ বইগুলো এর অন্যতম উদাহরণ। নারীপ্রগতি নিয়েও তাঁর একটি বই রয়েছে- ‘রাসসুন্দরী থেকে রোকেয়া’। সময়ের পরিক্রমায় বিভিন্ন বিষয়কে একটি বিশ্লেষণাত্মক ও গবেষণামূলক ইতিহাসখণ্ডে রূপ দিতে সিদ্ধহস্ত লেখক গোলাম মুরশিদ। গোলাম মুরশিদ এর বই সমূহ শুধু যে ভাষা ও সাহিত্যের মধ্যেই সীমাবদ্ধ, তা নয়। মুক্তিযুদ্ধ ও ইতিহাস নিয়েও তাঁর ব্যাপক আগ্রহ রয়েছে এবং সে আগ্রহের ফসল হিসেবে বাংলাভাষী পাঠকসমাজ পেয়েছে ‘মুক্তিযুদ্ধ ও তারপর একটি নির্দলীয় ইতিহাস’। এ বইয়ে ১৯৭৫ সাল পর্যন্ত সময় পরিক্রমার একটি বস্তুনিষ্ঠ ছবি তুলে ধরবার চেষ্টা করেছেন লেখক।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ