রমজান মাসের প্রধান উদ্দেশ্য তাকওয়া অবলম্বনের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন ও নিজের সমস্ত গুনাহ মাফ করিয়ে নেওয়া। যে ব্যক্তি রমাদান মাস পাওয়ার পরও গুনাহসমূহ মাফ করাতে পারল না, রাসূল (সাঃ) তাকে হতভাগা বলেছেন। তাই এ মাসের প্রতিটি দিনকে কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করা আমাদের সকলের কর্তব্য। আর রমাদানের প্রতিটি দিনকে কাজে লাগানোর সর্বোত্তম উপায় হতে পারে একটি ‘রমাদান কর্ম পরিকল্পনা’ প্রণয়ন করা। এ বিষয়কে সামনে রেখে সকলের জন্য তৈরি করা হয়েছে ‘রমাদান কর্ম পরিকল্পনা’।