বই সম্পর্কে
এখনও মানুষ হয়তো অবাক হয়ে ভাবে কী করে এই মুষ্টিমেয় আরব সন্তান দুনিয়ার বড় বড় জুলুমবাজ সালতানাতকে ধ্বংস করে দিয়েছে। আর যুদ্ধাস্ত্রে সুসজ্জিত এবং সুশৃঙ্খল অগণিত সৈন্যকে নাস্তানাবুদ করে দিয়েছে। তাদের একথা মনে রাখা উচিত, দুনিয়ার সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালা যে বিরাট জমিনের মালিক তিনি তার উত্তরাধিকারী করে থাকেন ঐ লোকদের- যাঁরা তাঁর নেক বান্দা। মন্দ লোকের হাতে এ ভূমিস্বত্ব কিছুকালের জন্য যেতে পারে কিন্তু তার স্থায়ী ওয়ারিশ হবে ভালো লোক। তাই দেখা গেছে, যখন সত্য ও মিথ্যার মধ্যে সংগ্রাম বেধেছে তখন সত্যেরই জয় হয়েছে। হকের কাছে শক্তিশালী বাতিলও পরাভব স্বীকার করেছে। স্বর্ণযুগের সেসব ৫ বিজেতাকে নিয়ে বিজয়ের গল্পের এবারের পর্ব।