অস্ট্রেলিয়াতে অনেক উঁচু উঁচু পাহাড় আছে। একসময় এসব পাহাড়ের প্রাণ ছিল, কি! জেনে অবাক হলে! পাহাড়দের ছেলেমেয়েও ছিল কিন্তু! বইটির নিঃসঙ্গ গুলাগা গল্পে সেই কাহিনি টাই জানতে পারবে। এরকম অনেকগুলো গল্প আছে বইটিতে। অস্ট্রেলিয়ার কুকাবুরার পাখির গল্প, ওয়ারাথাহ ফুলের গল্প, গুলাগুল গাছের গল্প। এরকম মজার মজার দশটি গল্প পাবে বইটিতে। আর ছবি! সে তুমি বইটিতেই দেখে নিও কত্ত সুন্দর!