আমি আশা করি পাঠকগণ স্মরণ রাখবেন, এই গ্রন্থটি আমার জীবনের এক বিশেষ দুঃখপূর্ণ সময়ে লেখা। এর মধ্যে তার ছাপ বিদ্যমান। যদি অধিকতর স্বাভাবিক অবস্থায় লিখতে পারতাম, তা হলে এটি হয়তো স্বতন্ত্র রকমের হত এবং সম্ভবত স্থানে স্থানে অধিকতর সংযত হত। তবুও আমি বর্তমান আকারেই এটি প্রকাশের সংকল্প করলাম, কেননা লেখার সময় আমার মনে যে সব ভাবের উদয় হয়েছে, কেউ কেউ তা পাঠ করে তৃপ্ত হতে পারেন।
আমার নিজের মানসিক বিকাশ ও পরিণতিকে অনুসরণ করতে আমি যথাসাধ্য চেষ্টা করেছি, ভারতের আধুনিক ইতিহাস লিখতে চেষ্টা করিনি। এই বর্ণনার মধ্যে ঐরকম বাহ্য সাদৃশ্য রয়েছে বলে কোনো কোনো পাঠক বিভ্রান্ত হতে পারেন এবং এর যা প্রাপ্য নয় তার বেশি গুরুত্ব আরোপ করতে পারেন। অতএব আমি তাঁদের সাবধান করে দিয়ে বলতে চাই, এই বর্ণনা সম্পূর্ণভাবে একদেশদর্শী এবং অনিবার্যভাবেই এতে আত্মকীর্তন এসে পড়েছে, এতে অনেক গুরুতর ঘটনার একেবারেই উল্লেখ করিনি; অনেক বিখ্যাত ব্যক্তি যাঁরা ঘটনার স্রোত নিয়ন্ত্রিত করেছেন, তাঁদের কথা অল্পই বলেছি। অতীত ঘটনার প্রকৃত আলোচনায় এটি অমার্জনীয় হতে পারে কিন্তু ব্যক্তিগত বিবৃতিতে এ প্রশ্রয়টুকু পাবার আশা রাখি। যাঁরা আমাদের আধুনিক অতীত সম্পর্কে প্রকৃতভাবে অধ্যয়ন করতে চান, তাঁদেরকে অন্যত্র অনুসন্ধান করতে হবে।
যাহোক, এই গ্রন্থ ও অন্যান্য আত্মজীবনী তাঁরা পরিপূরক হিসেবে পাঠ করতে পারেন এবং এটি বাস্তব ঘটনা বোঝার পক্ষে সহায়ক গবে বলে মনে করি।