ওরা এলিয়েন খুঁজতে এতোদূর কেন যায়–একথা কিছুতেই নিসুর ছোট্ট মাথায় সেঁধোয় না। মাঝে মাঝে চিড়িক করে বুদ্ধি খেলে গেলে নিসু হা করে পঙ্গপালের দিকে চেয়ে থাকে। এলিয়েন আর ওর চেহারায় দারুণ মিল। তবু কোথায় একটা এলোমেলো থেকে যায়; ফোঁস ফোঁস করে শ্বাস ফেলে নিসু বলে ওঠে– দেখেছো বাবা, কি দুর্বোধ্য ও ভাষা। ভারি সন্দেহের প্রাভিটেশনাল মুভমেন্ট। আজই ডিকোড করতে হবে, বুঝতে হবে ওর এনক্রিপটেড মেথড। নয়ত সর্বনাশ হয়ে যাবে, ভয়ংকর সব ঘটনা ঘটে যাবে। অদ্ভূত এক ভয় নিসুকে তাড়িয়ে বেড়ায়। নিজেকে সবসময় হা করে থাকা প্রকাণ্ড সব ব্ল্যাকহোলের মুখে বসে থাকা দেখতে পায়।