১৯৭০ খৃস্টাব্দের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামিলীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করার পরও তৎকালীন পাকিস্তান সরকার ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করতে থাকে।
১৯৭১ খৃস্টাব্দের মার্চ মাসের সাত তারিখ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে পাকিস্তান সরকার ভড়কে গিয়ে আলোচনার নামে কাল ক্ষেপণ করতে থাকে এবং পঁচিশ তারিখ গভীর রাতে অতর্কিতে ঢাকা আক্রমণ করে এবং বঙ্গবন্ধুকে গ্রেফতার করে প্রথমে ঢাকা সেনানিবাস এবং পরে পশ্চিম পাকিস্তানে স্থানান্তরিত করে। শুরু হয় মুক্তিযুদ্ধ। পূর্ববাংলার সর্বস্তরের আবাল বৃদ্ধ বনিতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। দেশের বিভিন্ন এলাকার কিশোর ও তরুণেরা উচ্চতা কম থাকা সত্ত্বেও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। এই গ্রন্থে মোট ১১ টি গল্প স্থান পেয়েছে। সকল গল্পই কিশোর ও তরুণ মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাঁথা নিয়ে। এই গল্পগুলোর অধিকাংশই সত্য ঘটনা। সঙ্গত কারণে কোনটা সত্য আর কোনটা কাল্পনিক তা এখানে উল্লেখ করা হলো না।
আমার বিশ্বাস প্রতিটি বীরত্ব গাঁথাই পাঠককে মুগ্ধ করবে।