আমার নাম নক্ষত্র, দীঘল কালো মেঘ বরণ কেশ, হাঁটু পর্যন্ত ঝলমলে চুল। বেশ সুন্দরী কাজল কালো টানাটানা চোখ, জোড়া ভ্রু, উঁচ্চ, দীর্ঘকায় লম্বা, কি যে মিষ্টি চেহারা! ফিগার এতোটা সুন্দর যেকোনো মানুষ একবার তাকালেই শুধু দেখতে ইচ্ছে করবে। মুগ্ধ হয়ে যাবে রুপে ও গুণে। আমি সম্ভ্রান্ত পরিবারের বিশিষ্ট ব্যবসায়ী পরিবারের বড় কন্যা, তিন বোন চার ভাই।