তাকওয়া এমন এক অন্তর্মুখী শক্তিসম্পন্ন গুণ যা সুপ্ত আত্মা ও বিবেককে জাগ্রত ও উজ্জীবিত করে, যার প্রভাব কেবল মানুষের আনুষ্ঠানিক ইবাদত নামায, রোযা, হজ্জ, যাকাত, কুরবানী, পোশাক ও চেহারা-সুরতে পরিদৃষ্ট হবে না। জীবনের সর্বক্ষেত্রে বিশেষ করে কর্ম ও পেশাগত জীবনেও পরিদৃষ্ট হবে। জীবনের খন্ডিত অংশের তাকওয়া আল্লাহ্ তা‘আলার কাম্য নয়। এই প্রসংঙ্গে কুরআন মজীদের ইরশাদ হয়েছে–“হে ঈমানদারগণ! তোমরা যথার্থভাবে আল্লাহর অবাধ্যজনিত শান্তির ভয় কর এবং তোমরা তাকওয়া অবলম্বনকারী মুসলমান না হয়ে কোনো অবস্থাতেই ইস্তিকাল করো না। (৩ঃ১০২)