দুইটি কথা:
নতুন-পুরাতন কবিদের সাথে সেতুবন্ধন হতে পারে একটি যৌথকাব্য। দেশে-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী কবিদের সাথে দেশের কবিদের মেলবন্ধন জাগতিকভাবে হতে পারে। আমি সেই চেষ্টাই করে যাচ্ছি। তবে যৌথকাব্য করা হয়নি বহুদিন। ইচ্ছে থাকলেও, ব্যস্ততার কারণে সম্ভব হয়নি। শত ব্যবস্ততার মাঝেও অনেকেই অনুপ্রেরণা দিয়েছেন বইটিকে মলাটবদ্ধ করতে। সবাইকে যারপর নাই আন্তরিকতার সাথে শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করছি।
সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপের এক যুগ মানে বারো বছরে পদার্পণের এই ক্ষণে দাঁড়িয়ে বলতে হচ্ছে এতোদিন যৌথকাব্য করলে অনেকগুলো পর্ব হয়ে যেতো। অথচ আমরা প্রচলিত গ্রুপগুলো থেকে একটু আলাদা থাকতে চেয়েছি মাত্র। কারণ অনেক গ্রুপ প্রায় প্রতি মাসেই কোন না কোন বই, বিশেষ সংখ্যা, যৌথকাব্য বের করে থাকে। লেখা প্রকাশে থাকে নানান রকমের কঠিন কঠিন শর্ত। সেদিকে আর না যাই। তবে এটুকু বলতে পারি আমাদের গ্রুপে কোন প্রকার অস্থিরতা নেই। নেই কোন প্রতিযোগিতা বা সনদ/ ক্রেস্টের জমজমাট ব্যবসা। আবার কয়দিন পরপরই দেখা যায় যে, লেখক/গুণীজন সম্বর্ধনা ইত্যাদি আয়োজন। থাকে আরো কত কী।
আমরা চাই প্রচলিত গ্রুপগুলো থেকে বের হয়ে একটু আলাদা কিছু করা। সারা দেশের প্রায় সব জেলা শহরে এবং যুক্তরাজ্য, ভারত, কানাডা, আমেরিকা, অষ্ট্রেলিয়া’সহ মধ্যপ্রাচ্যের দেশসমূহে রয়েছে আমাদের গ্রুপের আহবায়ক কমিটি/প্রতিনিধি। সেটাও একটি ব্যতিক্রম উদ্যোগ বটে।
গ্রুপে সবাই নিয়মিত লিখুন। ‘কালের প্রতিবিম্ব’ ম্যাগাজিনে লেখা দিবেন। ‘প্রতিবিম্ব প্রকাশ’-এর অনলাইন পোর্টালে লিখতে পারেন। সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।
লোক হোক আজ ও আগামীর
শ্রদ্ধা ও ধন্যবাদান্তে,
আবুল খায়ের
(কবি ও কলামিস্ট)