বঙ্গবন্ধুর ভাষণের প্রতিটি শব্দ-বাক্যই অর্থবহ, ব্যঞ্জনাময় এবং মূল্যবান। তবু প্রতিটি ভাষণে এমন কিছু অংশ থাকে যা অন্য অংশগুলোর চাইতে গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ। বঙ্গবন্ধুর প্রতিটি ভাষণে এমন চমকপ্রদ অনেক বাক্য পাওয়া যায়। ‘বজ্রনিনাদ’ গ্রন্থে তাঁর ভাষণের গুরুত্বপূর্ণ বাক্যসমূহ আলাদা করে সঙ্কলিত করা হয়েছে। এই উদ্ধৃতাংশগুলো পড়লে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের সামগ্রিক দর্শন সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যাবে।