অতীত এবং ভবিষ্যত লেখকদের মধ্যে অভূতপূর্ব এক পরম্পরা গড়ে যাচ্ছেন সৈয়দ কামরুল হাসান তার নিজের অজান্তেই। তবে নতুন যুগের বা ভিনদেশি বৈশিষ্ট্যমণ্ডিত লেখক-শিল্পীরাও অনুপস্থিত নন তার মনোযোগী দিগবলয় থেকে। বইটি সাহিত্যমনস্ক যে কাউকে তো বটেই, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাহিত্যের ছাত্রছাত্রীকে যোগ্যতর সঙ্গ দেবে বলে আমার বিশ্বাস।