শিকদার আবদুস সালামের ছোটোগল্পের বিষয়বৈচিত্র্য ও শিল্পরূপ আলোচনার সুবিধার্থে চারটি অধ্যায়ে ভাগ করা হয়েছে।
প্রম অধ্যায়ে সংক্ষিপ্তভাবে স্বাধীনতা-উত্তর বাংলাদেশের ছোটোগল্পের ধারা বর্ণিত হয়েছে।
দ্বিতীয় অধ্যায়ে তাঁর সৃষ্ট গল্পে উপস্থিত বিচিত্র বিষয়াবলি নানা ভাগে ভাগ করে বিস্তৃতভাবে আলোকপাত করা হয়েছে।
তৃতীয় অধ্যায়ে গল্পগুলো গভীর বিশ্লেষণের মাধ্যমে গল্পকারের শিল্পচেতনা ও সাফল্য চিহ্নিত করা হয়েছে।
চর্তু অধ্যায় উপসংহারে শিকদার আবদুস সালামের গল্পের সার্বিক মূল্যায়ন অল্পকথায় তুলে ধরা হয়েছে।