বেশিরভাগ মানুষ দেখেন কিন্তু পর্যবেক্ষণ করেন না। চক্ষুষ্মান কিন্তু অবলোকন করেন না। বুঝতে পারা আর হৃদয়ঙ্গম করার ভেতর যোজন যোজন ফারাক। জগত-সংসারে আপাত:প্রতিষ্ঠিত শান্তি-শৃংখলা রক্ষার স্বার্থে মূর্খতা ও অনাচারের দরকার আছে। দিব্যজ্ঞান প্রাপ্ত মানব বরং একধরণের অভিশপ্ত-অবধারিত একক বিচ্ছিন্ন সত্ত্বা। প্রথা বা বিশ্বাসের বিপ্রতীপ চিন্তা ও মতবাদ হজম করার ক্ষমতা না আছে ক্ষমতাবানদের না অক্ষমদের। প্রতিষ্ঠার বিপরীত কঠিন সত্যের উপলব্ধি ও প্রকাশের দুঃসাহস থাকতে হয় কারো কারো।
মস্তিস্কের প্রক্ষালন!
আনোয়ার সেলিম