দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ব্রিটিশ ভারত থেকে আটক করা হয় কয়েকজন অস্ট্রিয়ান পর্বতারোহীকে। লেখক সেই বন্দী পর্বতারোহী দলের সদস্য। বন্দীশিবির থেকে ১৯৪৩ সালে পালিয়ে যাবার পর পরবর্তী সাত বছর তিব্বতে কাটান তিনি । সেই সাত বছরে দেখেছেন তিব্বতের সামাজ, ধর্ম, রাজনীতি এবং মানুষদেরকে তুলেছেন অসংখ্য মূল্যবান ছবি৷ নিষিদ্ধ দেশ বলে খ্যাত তিব্বত একজন পশ্চিমাকে গ্রহণ করে নিয়েছিল নিজেদের একজন হিসেবে। সেই সব স্মৃতি ঘুরে ফিরে এসেছে সেভেন ইয়ার্স ইন টিবেট গ্রন্থটিতে।
আর তার সাথে উঠে এসেছে কিশোর দালাই লামার সাথে বন্ধুত্বের কথা, চিনের কাছে তিব্বতের স্বাধীনতা হারানোর কথা।
সেভেন ইয়ার্স ইন টিবেট কেবল একটি আত্মজীবনি নয়, সাথে তিব্বতের ইতিহাস এবং ঐতিহ্যেরও লিখিত দলিল।