একবিংশ শতাব্দী এক মহাবিপর্যয়ের মধ্যে দিন গুজরান করছে। এই বিপর্যয়ের নাম- কোভিড-১৯। এর ভয়াবহতা কী-রূপ নিতে পারে, তা প্রত্যক্ষ করছে বিশ্ববাসী। বাংলাদেশও তার ছোবল থেকে রক্ষা পায়নি। বিজ্ঞানের অগ্রগতির এইসময়ে করোনার এই বিপর্যয় মানুষকে তাক লাগিয়ে দিয়েছে। বাংলাদেশ এবং বিশ্ব হারিয়েছে তার অসামান্য কৃতী সন্তানদের। এ-পর্যন্ত বিশ্বে প্রায় ৬০ লক্ষ লোকের মৃত্যু হয়েছে এই করোনা। এ-থেকে কারোর যেন রেহাই নেই। একজন কবির করোনা-আক্রান্ত সময়ের অনুভব, জীবনদর্শন, জন্মমৃত্যু-বিষয়ের ভাবনা, এই সময়ের অভিঘাত কাব্যশিল্পে রূপলাভ করেছে বিমল গুহের সনিষ্ঠ উচ্চারণে।