পুলক হাসানের কবিতা পড়তে গিয়ে তাঁর সহজ, অনায়াস কথনভঙ্গিটাই প্রথমে ধরা দেয় উন্মুখ পড়ুয়া-বোধে। আবেগ, বাসনা বা যাপনের মর্মকথার জরিল জঙ্গমতা যতই জটিল বা কুটিল হোক তাকে সহজ ভাষায়- প্রায় প্রতিদিনের বাকভঙ্গিতে জাহির করার দারুণ একটা সক্ষমতা আছে তাঁর। এজন্য তাত্ত্বিকতার জাল ছড়ানোর দরকার পড়ে না। এইটাই মনে হয় তাঁর শক্তির জায়গা, যেখানে দাঁড়িয়ে বাঙালির ইতিহাস, ঐতিহ্যকতা, সমাজ, আর ব্যক্তি সামাজিক-আন্তর্জাতিক সম্পর্কের জালের মধ্যে প্রতিদিনের যাপনের দুঃখ-বেদনা-সুখ ও তার শাঁসকে শিল্পে রূপ দেন। পুলক হাসান এইখানে, নিজের নিরিখেই অনন্য।