সারল্য বিস্ময় আনে
বিস্ময় আনে জিজ্ঞাসা।
জিজ্ঞাসা দাঁড় করিয়ে দেয়
একটা ছোটো জাহাজের ক্যাপ্টেন্স কেবিনে— একা।
কারও কারও দৃষ্টি সরলই থাকে।
প্রথমবার ন্যাড়া করে দেওয়া শিশুর মতো একটা মন নিয়ে
সে তাকিয়ে থাকে আজীবন— আজীবন তার পৈতৃক জানলার
জং ধরা শিক ধরে বাইরে।
আর সে ভেসে যায় মহাসাগরের বুকে
ক্যাপ্টেন্স কেবিনে হুইল হাতে— একা।
====
অংশুমানের ‘লুকিয়ে বাঁচার সময়’ থেকে একটা কবিতা।