একটি গোলাপের সর্বজনীন ব্যাখ্যা যেমন সম্ভব নয়, তদ্রুপ কবিতার সর্বজনীন ব্যাখ্যাও আদৌ সম্ভব নয়। সাকিনা কাইউম এর অনুকবিতাগুলোও যেনো মলাটে বন্দি তরতাজা লাল গোলাপ। একেকজন পাঠক একেকরকম ভাবে অনুভব করবেন গোলাপের শরীর। ‘আমি হেরে গেলে তুমি সমুদ্র্র পাবে’, এই নামের ভেতর দিয়েই পাঠক হারিয়ে যাবেন এক ভিন্ন জগতে।
যদিও আমি এগুলোকে অনুকাব্য বলতে নারাজ, কারণ, সাকিনা কাইউম তাঁর মেধা এবং লেখার কৌশলে এই কবিতা গুলোকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। তাই আমি এগুলোকে বলবো একেকটি মহাকাব্য; যা বাংলা সাহিত্যে শাসন করবে হাজার বছর। আমি তাঁর এই বইটির সাফল্য কামনা করছি।
-শিমুল মুস্তাফা